মিরসরাইয়ে শিক্ষা উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে শিক্ষা উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে শিক্ষা উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত:
মিরসরাই উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে গঠিত উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর সামস উদ দৌহার আহ্বানে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা গতকাল চট্টগ্রামের মিরসরাই ভবনে অনুষ্ঠিত হয়। মিরসরাই এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং মিরসরাইয়ের খ্যাতিমান শিক্ষাবিদগণের অংশগ্রহণে সভাটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উন্নয়ন পরিকল্পনার রূপরেখা নির্ধারণ করে।
সভায় মিরসরাইয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী কার্যক্রম বাস্তবায়নের প্রস্তাব উত্থাপন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মিরসরাই এসোসিয়েশনের উপদেষ্টা লায়ন এস. জোহা চৌধুরী, উপদেষ্টা কামরুল হাসান হারুন, উপদেষ্টা ড. কামাল উদ্দিন, সভাপতি মাহফুজুল হক মনি, সাবেক উপদেষ্টা শাহ আলম নিপু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এর সাবেক উপ অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাইয়ুম নিজামী ,চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী, মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবছার উদ্দিন, দাতা সদস্য কামরুল হাসান এফসিএ, সাধারণ সম্পাদক তৌহিদ উদ দোজা, সহ-সভাপতি ইউনুস ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মানিক রতন শর্মা, সাংস্কৃতিক সম্পাদক মো: মোফাজ্জল হোসেন, তথ্য ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল আলম, কার্যনির্বাহী সদস্য আইয়ুব আলী ও ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন এবং আজীবন সদস্য আবুল কালাম আজাদ।
সভায় অংশগ্রহণকারীরা মিরসরাইয়ের শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এসোসিয়েশন ও সংশ্লিষ্ট শিক্ষাবিদদের সম্মিলিত প্রচেষ্টায় মিরসরাইয়ের শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

Leave a comment