 
                                                                                    
                        
                        এসোসিয়েশন এর সভাপতি শ্রী কালু কুমার দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন এর সঞ্চালনায় গতকাল মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা মিরসরাই ভবনে অনুষ্ঠিত হয়।সভায় বার্ষিক আর্থিক প্রতিবেদনে পেশ করেন অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুল হক ও সাধারণ সম্পাদক প্রতিবেদন পেশ করেন এস এম আবুল হোসেন এবং সংবিধান সংশোধন প্রস্তাব উত্থাপন করেন কার্যনির্বাহী সদস্য এডভোকেট এমরান উদ্দিন স্বপন।সভার সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আর্থিক প্রতিবেদন ও সংবিধান সংশোধন পাশ হয়।
এই সময় আর্থিক প্রতিবেদনে নিয়ে বক্তব্য রাখেন ভবন নির্মাণ কমিটির আহবায়ক ও দাতা সদস্য এমডি এম মহিউদ্দিন চৌধুরী,উপদেষ্টা অধ্যাপক নুরুল আবছার, উপদেষ্টা মজিবুর রহমান ফারুখ, উপদেষ্টা লায়ন তাহের আহমদ, উপদেষ্টা আব্দুল হাশিম চৌধুরী, সাবেক সহ সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন এবং অনান্য সদস্যবৃন্দ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি এস এম মহিউদ্দিন,সহ সভাপতি ছাবের আহমেদ নিজামী, যুগ্ম সম্পাদক (১ম)মোঃ ইউনুছ ভূইয়া, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুল হক,সমাজ কল্যাণ সম্পাদক বাবু মানিক রতন, দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আরিফ মঈনুদ্দীন, কার্যনির্বাহী সদস্য- এহছানুল আজিম লিটন, মোঃ আইয়ুব আলী, এডভোকেট এমরান উদ্দিন স্বপন, ইসমাইল নিজামী সবুজ ।