 
                                                                                    
                        
                        মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর বার্ষিক পূর্নমিলনীর কিছু নির্দেশনাঃ-
১. সবাইকে অবশ্যই প্রবেশ কার্ড নিয়ে প্রোগ্রাম এ প্রবেশ করতে হবে।যারা এখন ও কার্ড সংগ্রহ করেননি তারা জি ই সি কনভেনশন এর প্রবেশ মুখের বুথ থেকে জন প্রতি একশ টাকা ফি দিয়ে প্রবেশ কার্ড নিতে পারবেন। শুধুমাত্র এসোসিয়েশন এর সদস্য, সদস্যদের পরিবার ও অতিথিবৃন্দ প্রোগ্রাম এ অংশগ্রহন করতে পারবেন।
২. কনভেনশন হলের সামনের ২ টি গেইট খোলা থাকবে একটা দিয়ে সদস্যরা প্রবেশ করবে অন্যটা দিয়ে বের হবে। সবাইকে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ রইল।
৩. কনভেনশন হলে প্রবেশ এর সময় কার্ডের নিচের একটা অংশ ছিঁড়ে ফেলা হবে, প্রবেশ এর পর বিশেষ কারন ছাড়া বের হওয়া যাবে না।যদি জরুরি কোন কারণে বের হতে হয় সিকিউরিটি থেকে অনুমতি নিয়ে অন্য আরেকটি কার্ড নিয়ে বের হতে হবে।
৪. এই প্রোগ্রাম আপনাদের, আমাদের প্রধান উদ্দেশ্য মিরসরাই বাসীর মিলন মেলায় সবাইকে সম্পৃক্ত করে আনন্দ করা। সবার সহযোগিতা কামনা করছি।
৫. অনুষ্ঠানের বিশেষ আকর্ষন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র।
৬. প্রোগ্রাম শুরু সন্ধ্যা ৫ঃ৩০ মিনিট